মেলান্দহে মাদক কারবারি গ্রেপ্তার

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে মাদক কারবারের অভিযোগে রহিজল মিয়াকে (৫৫) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রহিজল মিয়া চাকদহ সরদার বাড়ী শুটকু মিয়ার ছেলে। ৩০ জুন রাত ৯টার দিকে উপজেলার চাকদহ সরদার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মেলান্দহ থানার উপ-পরিদর্শক দিলিপ চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত রহিজল মিয়াকে হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এম. ময়নুল ইসলাম বলেন, মাদকসহ আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

sarkar furniture Ad
Green House Ad