এক দেশে দুই ব্যবস্থার ‘সব পরিবর্তনের কোন কারণ নেই’: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের কাছে হং কং হস্তান্তরের ২৫তম বার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এক দেশ দুই ব্যবস্থার অধীনে হং কং পরিচালনার মডেল পরিবর্তন করার ‘কোন কারণ নেই’।

শি বলেন, ‘ মডেলটি ভালো সিস্টেম’। এটি পরিবর্তনের কোন কারণ নেই এবং এটিকে দীর্ঘ মেয়াদে বহাল রাখতে হবে।

তিনি বলেন, বেইজিং যা করছে, তা হং কংয়ের ভালো’র জন্যই করছে।

sarkar furniture Ad
Green House Ad