জামালপুরে যুবলীগ কর্মীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

আব্দুর রাজ্জাককে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে স্যানেটারি মিস্ত্রি যুবলীগ কর্মী আব্দুর রাজ্জাককে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

২৮ জুন দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক, রুহুল আমীন, নিহতের স্ত্রী শম্পা খাতুন, মেয়ে রিয়া আক্তার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ঘোড়াধাপ বাজার এলাকার যুবলীগ কর্মী স্যানেটারি মিস্ত্রি আব্দুর রাজ্জাকের জমি জোর করে দখল করার জন্য প্রতিবেশি মঞ্জু, তার স্ত্রী রিনা, ছেলে রাকিন ও তার সহযোগীরা গত ২১ জুন সকালে পেট্টোল ঢেলে আব্দুর রাজ্জাকের গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৫ আসামিকে গেপ্তার করলেও এখনও ৩ জন পলাতক রয়েছে।

মানববন্ধনে বক্তারা পলাতক আসামিদের গ্রেপ্তারসহ আব্দুর রাজ্জাকের হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

sarkar furniture Ad
Green House Ad