পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও করা বায়েজিদ সাতদিনের রিমান্ডে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও আপলোড করা যুবক মো. বায়েজিদ তালহার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের আদালত।

আদালত সূত্র জানায়, গতকাল পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও ধারণকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদানকারী মো. বায়েজিদ তালহার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান।

সিআইডি ঢাকার ইন্সপেক্টর মো. আব্দুল মালেকের আবেদনের প্রেক্ষিতে আজ বিকেল পৌনে ৫টায় শরীয়তপুরের আদালত ১৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারায় আসামীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে দিলে সন্ধ্যায় সিআইডি ঢাকার হাতে গ্রেপ্তার হয় অভিযুক্ত মো. বায়েজিদ তালহা।

sarkar furniture Ad
Green House Ad