দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিশেষ সভা

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেলা প্রাশাসকের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান, চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ আহাম্মেদ, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)।
এসময় সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহাম্মেদ, নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা খাইরুল ইসলামসহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা কৃষিজমি বন্দোবস্ত ও বন্যায় ক্ষয়ক্ষতি বিষয়ে আলোচনা হয়।