বকশীগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে নলকূপ ও সরঞ্জামাদী বিতরণ

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে এডিপির উন্নয়ন তহবিল থেকে অর্থায়নে ৩২ জন অসহায়, দুস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে নলকূপ ও নলকূপ সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে।
২৬ জুন দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় উপজেলা এলজিইডির সহকারী মাঠ প্রকৌশলী সুজন চক্রবর্তী, সার্ভেয়ার মো. ইব্রাহিম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ আবুল কালাম আজাদ সুলতানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।