জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বন্যা কবলিত সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্তদের মাঝে ২৩ জুন ত্রাণের চাল বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু উপস্থিত হয়ে বন্যা কবলিত বাংগাল পাড়া, কতুবের চর, ভাটি পাড়া, চর কামালের বার্তী, বালুগাও, কামালের বার্তী, মদনের চর এলাকায় ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় ট্যাগ কর্মকর্তা অজয় দে, ইউপি সদস্য শেখ ফরিদ, ইউপি সদস্য জিয়াউল হক, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য মহিজল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।