সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় শূন্য ওয়ার্ডে উপনির্বাচন ১৫ জুন। সুন্দর ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য স্থানীয় নির্বাচন অফিস ও প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শপথ গ্রহণের আগেই গত ২৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আমজাদ হোসেন (৫৩)। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। পরে নির্বাচন অফিস চলতি বছরের ২৯ জানুয়ারি ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন। ১৫ জুন শূন্য ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে নিরাপত্তা দিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২০ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। ৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭১৪ জন নারী ও ১ হাজার ৬৬০ জন পুরুষ ৮টি বুথে তাদের ভোট প্রদান করবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুকসেদ আলম ১৪ জুন বিকালে বলেন, শূন্য হওয়া ওয়ার্ডে উপনির্বাচন ১৫ জুন। ব্যালট পেপারে ভোট হবে। ভোট কেন্দ্রে ভোটের সকল সরঞ্জাম প্রিজাইডিং, সককারি প্রিজাইডি ও পোলিং অফিসারদের মাধ্যমে পৌঁছানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে কাজ করবে বলে তিনি জানান।