নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা। ১৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. শরিফ উদ্দিন ওরফে শরফুদ্দিন (৬০)। তিনি ইসলামপুর উপজেলার বেলগাছা গ্রামের মৃত বাক্কা মিয়ার ছেলে।
র্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল ১৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি চুরি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আসামি মতিঝিল থানার মামলা নং-১০২(০৬) ৯৮, জিআর নং-৩০৮০/৯৮,ধারা- ৩৭৯ দঃ বিঃ অভিযুক্ত।
র্যাব জানায়, আসামিকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।