মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত অ্যাকশন প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে সকালে শহরের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনস্বার্থে স্থানীয় সমস্যা চিহ্নিত করে যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক সমস্যার স্থায়ী সমাধানকরণে সুন্দর সমাজ ব্যবস্থাপনার লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) সার্বিক তত্ত্বাবধানে এ অ্যাকশন প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত হয়।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুরের সভাপতি সামিউল আওয়াল ডনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিআই ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম ম্যানেজার নার্গিস আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ডিআই ফেলো মঞ্জুরুল করিম সুমন, ফারজানা ইয়াসমিন লিটা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকন, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়সহ আওয়ামী লীগ ও বিএনপি দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত অ্যাডভোকেসি ফোরামের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।