বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া লাল মামুদ উচ্চ বিদ্যালয়ে ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার দ্বীপারানী গোপের সভাপতিত্বে উপদেষ্টা ছিলেন পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (জেকে)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, রুহুল আমীন, শফিকুল ইসলাম, সুরুজ মিয়া, হায়দার আলী, আব্দুল খালেক, আহাম্মদ আলী, রেজাউল করিম, আবুল হোসেন, দুলাল হোসেন, আবুল কালাম আজাদ, জেবন নাহার, আশরাফুন নাহার নুরী, ফয়জুর নাহারসহ বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।