লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২১ মে বিকালে ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ইসলামপুর পৌরসভা একাদশ বনাম গোয়ালেরচর ইউনিয়ন একাদশ অংশ নেয়। খেলায় ইসলামপুর পৌরসভা একাদশকে গোয়ালেরচর ইউনিয়ন একাদশ ১-০ গোলে পরাজিত করে।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।
উপজেলা প্রশাসন আয়োজনে ইউএনও মো.তানভীর হাসান রোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, প্রধান শিক্ষক রমজান আলী, গোয়ালের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিম বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ মাওলানা প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার মোট ১৩টি দল অংশ নেয়।