জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করার লক্ষ্য নিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন হয়েছে। ১৯ মে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাতে নেতৃত্ব দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
এ সময় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
শোভাযাত্রাতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, এশিয়ান টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাওফিক হোসেন খিজির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল, ফেরদৌস বাবুসহ উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সাতদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি।