বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম আক্কাছ, বিএনপি আতিকুর রহমান সাজুসহ চেয়ারম্যান, সাধারণ ও মহিলা সংরক্ষিত পদে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা করেন তারা।
জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের আশরাফুল ইসলাম আক্কাছ, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান সাজু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, মমতাজ উদ্দিন, আলী হায়দার বাবুল ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম চেয়ারম্যান পদ প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য পদে ৩২ জন ও মহিলা সংরক্ষিত আসনে ১৪ জন প্রার্থী রয়েছেন।
দলীয় প্রার্থী মনোনয়ন জমাকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারঃ) সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র (ভারঃ) নূরে আলম সিদ্দিকী জুয়েল, চিকাজানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আকাসহ দলীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৮ম ধাপে আগামী ১৫ জুন ইভিএম পদ্ধতিতে চিকাজানি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।