মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া বাজার (সৈনিক মোড়) কুড়ালিয়া বাজার ভায়া পাঁচ গজারিয়া পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১৪ মে এ রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এ সময় তিনি নাম ফলক উম্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খোকা, ঠিকাদার দিপক কুমার সাহা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ (পূর্ব শাখা)র আহ্বায়ক জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন সিআইপি রাস্তাটি পরিদর্শন করেন।
ঠিকাদার জানান, ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কি.মি রাস্তার কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়া এন্টারপ্রাইজ এবং এর বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর হলেও রাস্তাটির কাজ হচ্ছে এটা শুনে আমরা অনেক খুশি। রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পাকাকরণের জন্য। আজ এই রাস্তার কাজের উদ্বোধনের মাধ্যমে মানুষের সেই দাবি পুরণ হয়েছে।