সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে বেলায়েত হোসেন (১২) নামে মানসিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ মে বিকালে উপজেলার রুপনারায়ানকুঁড়া ইউপির বগাইচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বেলায়েত ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বেলায়েত হোসেন মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে ভোগছিল। ১০ মে বিকালে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে যায় সে। এক পর্যায়ে শিশুটি পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত পর শিশুটির সাড়া শব্দ না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলায়েত হোসেনের মা পারভিন আক্তার জানান, তার ছেলে জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল। পাশাপাশি মাঝে মধ্যে মৃগী রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়তো।