
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, পৌর মেয়র (ভারঃ) নুরে আলম সিদ্দিকী জুয়েল, ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. এমরান, মডেল থানা অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবির।
এসময় স্থানীয় এমপির প্রতিনিধি বিকাশ কবির এমরান, জেলা পরিষদের সাবেক সদস্য আসলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।