জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে নব নির্মিত একটি রাস্তার দুপাশে তিন শতাধিক ফলদ ও ঔষুধী গাছ রোপণ করেছেন মেরুরচর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক।
২৩ এপ্রিল শনিবার মেরুরচর ইউনিয়নের চিনারচর গ্রামের রাস্তায় এসব বৃক্ষরোপণ করা হয়।
চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকের ব্যক্তিগত অর্থায়নে আম, জাম, কাঁঠাল ও নিম গাছ রোপণ করা হয় এই রাস্তার দুপাশে।
বৃক্ষরোপণকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বানু ইসলাম বানু, মো. হাবিজল হক, সরকার আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, দৌলত হোসেন ধলা, মো. আব্দুর রাজ্জাক, হামিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।