বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম মিয়াকে গণসংবর্ধনা দিয়েছে ইউনিয়নবাসী ও ঢাকা গাজীপুরের কোণাবাড়ী এলাকার একতা ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। ২১ এপ্রিল সকালে ইউনিয়নের তারাটিয়া বাজার ভূমি অফিস মাঠে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
ইউপি সচিব আনোয়ার ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুল হক মন্ডল, প্রফেসার নুরুনবী সিদ্দিকী, কুমড়া কান্দি মাদ্রাসা সভাপতি ইদ্রিছআলী সরকার, আব্দুর রউফ, আওয়ামী নেতা লুৎফর রহমান, ইউপি সদস্য রাজু আহাম্মেদ, তাওহিদুজ্জামান জীবন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম মিয়ার সভাপতিত্বে প্রথম সভায় নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
এসময় ইউনিয়নের মুক্তিযোদ্ধা, নবনির্বাচিত ইউপি সদস্য, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈনিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।