লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় সুদের টাকা আদায়ে ডেকে এনে অমানুষিক নির্যাতনের ঘটনায় অভিযোগে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পাথর্শী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের মো. ফেরু মিয়াকে, বিবাদী লেবু ও তার পিতা আনোয়ার হোসেন টেবারুর নিকট থেকে সুদ বাবদ টাকা গ্রহণ করে। সময় মতো লভ্যাংশের টাকা পরিশোধ না করায় রবিবার দুপুরে ফেরু মিয়াকে বাড়ি থেকে ডেকে এনে বাড়িতে আটকিয়ে রেখে বেদড়কভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে ফেরু মিয়ার স্ত্রী থানায় খবর দিলে পুলিশ ফেরু মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ মারধরের অভিযোগে আনোয়ার হোসেন টেবারুকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে স্ত্রী গোলাপফুল বেগম দুজনকে আসামি করে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়ে ফেরু মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং আনোয়ার হোসেন টেবারুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।