নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে মটরশোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল দুপুরে জেলা যুবসংহতির আয়োজনে শহরের বেম্বো গার্ডেন থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বেম্বো গার্ডেনে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান।
জেলা যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাহী খোকনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আব্দুল মালেক, মো. আকরাম হোসেন, মো. মামুনুর রশিদসহ আরো অনেকে।
এ সময় বক্তারা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শে অনুপ্রানিত হয়ে জাতীয় পার্টিকে সমৃদ্ধশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।