এশিয়া কাপ বিশ্ব র‌্যাংকিং আরচারি টুর্নামেন্টে ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতেছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক: এশিয়া কাপ ২০২২ বিশ্ব র‌্যাংকিং টুর্নামেন্টের স্টেজ ওয়ানে ৩টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জয় করেছে বাংলাদেশ আরচারি দল।

১৯ মার্চ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে ৫-৩ সেটে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে ভারতকে ৬-৫ সেটে হারিয়ে স্বর্ণ জয় করে নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশাকে নিয়ে গঠিত বাংলাদেশ দল।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে নাসরিন আক্তার ৬-২ সেটে নিজ দেশের দিয়া সিদ্দিকীকে হারিয়ে স্বর্ণ জয় করেন। ফলে দিয়া সিদ্দিক জয় করেন রৌপ্য পদক।

২০ মার্চ দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবে বাংলাদেশ আরচারি দল।