লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকা থেকে একটি চীনা রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ।
১৪ মার্চ রাত আটটায় জামালপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, ইসলামপুর পৌর এলাকার এক নারীর সাথে প্রায় তিন বছর যাবত সম্পর্ক চলছিল দুলালের। অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে অপহরণের চেষ্টা করে সন্ত্রাসী দুলাল।
অপহরণের চেষ্টার ঘটনা এলাকাবাসী পুলিশে ফোন করলে ইসলামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার নেতৃত্বে ওসি (তদন্ত) কবির হোসেন, এসআই মাহমুদুল হক মোড়লসহ পুলিশের একটি দল পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চীনা রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী দুলাল হোসেনকে গ্রেপ্তার করে।
দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তার বর্তমান ঠিকানা ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া গ্রামে বলে জানা গেছে।
দুলাল হোসেনের বিরুদ্ধে ইসলামপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।