
মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ যুবমহিলা লীগ জামালপুর পৌর শাখার রাজনৈতিক সাংগঠনিক ও বিবিধ আলোচনা উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। জামালপুর পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমির সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।
বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

জামালপুর পৌর যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন কুমার চন্দ, সরোয়ার হোসেন শান্ত, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী রাশেদুল ইসলাম খোকন, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি প্রমুখ।
বর্ধিত সভায় জেলা যুবমহিলা লীগ, পৌর যুবমহিলা লীগ, ওয়ার্ড যুবমহিলা লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।