বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ, রাস্তা সংস্কার, মুজিববর্ষের গৃহ নির্মাণ কাজের পরিদর্শন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল।