
বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটেনের ৯৫ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ ২০ ফেব্রুয়ারি কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ শনাক্ত হয়েছেন, তবে তাঁর লক্ষণগুলো মৃদু।
তিনি উইন্ডসর ক্যাসেলে অবস্থানকালে তাঁর হালকা দায়িত্ব চালিয়ে যেতে চান।
রানীর বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস উইন্ডসর ক্যাসেলে তাঁর মায়ের সাথে দেখা করার দুই দিন পর গত ১০ ফেব্রুয়ারিতে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। খবর এএফপি’র।
রানী এলিজাবেথের কোভিড শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল কিনা সে বিষয়ে তখন কোনো তথ্য দেওয়া হয়নি। তিনি গত সপ্তাহে লোকজনকে সাক্ষাত দিতে শুরু করেছিলেন। তিনি একজনকে এসময় অসুবিধা বোধ করার কথাও জানিয়েছিলেন।
বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে যে, রানী আজ কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি হালকা ঠান্ডা লাগার মতো লক্ষণ অনুভব করছেন। তবে আশা করছেন আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করে যাবেন।
তিনি চিকিৎসা গ্রহণ চালিয়ে যাবেন এবং সকল যথোপযুক্ত বিধি অনুসরণ করবেন।
রানীর স্বাস্থ্য সম্পর্কে সাধারণত গোপনীয়তা থাকলেও প্রাসাদ জানিয়েছিল, তিনি কোভিড-১৯ প্রতিরোধের জন্য সম্পূর্ণ টিকা পেয়েছেন।