বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৩০টি স্টলে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসিগুলো অংশ নেয়। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়, মহিষ, ঘোড়া ও কবুতর প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন সোলায়মান হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামালপুর কৃত্রিম প্রজনন উপপরিচালক ডা. সুভাস চন্দ্র পন্ডিত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, কৃষি কর্মকর্তা পরেশচন্দ্র দাস, খামারী চেয়ারম্যান সেলিম খাঁন।
পরে সমাপনী অনুষ্ঠানে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।