
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল ২৫০ জন দরিদ্র অসহায় শীতার্ত মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
১০ ফেব্রুয়ারি রাতে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ইসলামপুর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ আয়োজনে আলোচনা সভা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা আজাদ তানিয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, স্বাস্থ্য কর্মকর্তা এএম আবু তাহের, অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, মজিবর রহমান শাহজাহান, শহর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথি, সাধারণ সম্পাদক নাজনিন আক্তার পলিসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।