বকশীগঞ্জে দরিদ্রদের পারিবারিক সাইলো বিতরণ

হতদরিদ্র পরিবারের মধ্যে পারিবারিক সাইলো বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ৭ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।

উপজেলা খাদ্য গুদাম কার্যালয়ের উদ্যোগে সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরীন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরীন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব সাইলো একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৪ হাজার পরিবারকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।