ইসলামপুরে এনামুল হক খান চাঁন স্যার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্ররা পেল শীতবস্ত্র

দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন ,ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় এনামুল হক খান চাঁন স্যার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে খান বাড়ি প্রাঙ্গষে ১৫ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এনামুল হক খান চাঁন স্যার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাইনুল হক খান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল। এছাড়াও ইউপি সদস্য ছানোয়ার হোসেন, রুবেল খান, মাজেদুল হক খান মিরন, সাবেক মেম্বার জমির উদ্দিনসহ অন্যান্যরা সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক খান চাঁন স্যারের স্মৃতিচারণা করেন।

এ সময় এনামুল হক খান চাঁন স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত শেষে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

sarkar furniture Ad
Green House Ad