![](http://banglarchithi.com/wp-content/uploads/2022/01/rab-arrest1.jpg)
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৩০ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ মো. আব্দুল আজিজ (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা।
গ্রেপ্তার আসামি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামের মো. জুলফিকার আলীর ছেলে।
র্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি রাত ৮টা ৫ মিনিটের দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী-রাংটিয়া মোড় সোনার বাংলা স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মো. আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী শেরপুর সদর থানার এফআইআর নং-৫০, তারিখ-১৪ এপ্রিল ২০২১, জিআর নং-৩৩৮/২১(শের) সংক্রান্তে এজাহার নামীয় আসামি এবং নালিতাবাড়ী থানার মামলা নং-৩৩, তারিখ-২৪/১০/২০২১ ইং সংক্রান্তে ওয়ারেন্টভুক্ত আসামি।
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।