ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত সরিষাবাড়ীর শাহানাজ আক্তার এখন তুহিন মিয়া ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ ৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

জামালপুরে এপির উদ্যোগে শাক-সবজির বীজ বিতরণ

জামালপুরে এপির আওতায় বাড়ির আঙ্গিনায় সবজি বাগান তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে এপির আওতায় বাড়ির আঙ্গিনায় সবজি বাগান তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অপুষ্টিজনিত কারণে রোগব্যধির ঝুঁকি নিরসনের লক্ষ্যে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ২৭ জানুয়ারি কর্মএলাকায় পরিবার ভিত্তিক বাড়ির আঙ্গিনায় শাক-সবজির বাগান করার জন্য হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেছে উন্নয়ন সংঘ।

জামালপুর সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ইউনিয়ন পরিষদের সদস্য আশিকুর রহমান স্বপন, মুসলিম উদ্দিন, জয়রামপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রেজাউল রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সিডিও সাব্বির হোসেন রিয়াদ।

শরিফপুরে ৬০ পরিবারসহ একইদিন লক্ষ্মীরচর ইউনিয়নে ৬০ ও জামালপুর পৌরসভায় ৪০ পরিবারসহ মোট ১৬০টি পরিবারের মাঝে বীজ বিতরণ করা হয়।

উপকারভোগীদের সবজির বীজ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে এপি কর্মএলাকায় মোট ১৬০ জনকে সবজি বাগান তৈরির কৌশল এবং অধিক উৎপাদনের জন্য আধুনিক চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। ডাটা, পুঁই, কলমী শাক, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া ও চাল কুমড়ার বীজ এবং ফসল রক্ষায় প্রত্যেক সদস্যকে বেড়া দেওয়ার জন্য নেট দেওয়া হয়।

শিশুদের মৌলিক চাহিদা পুরণের জন্যে খানার স্থায়ী আয়ের উৎসে সহযোগিতা, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা এবং অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে এরিয়া প্রোগ্রাম (এপি) নামে ১০ বছর মেয়াদী কর্মসূচি। জামালপুরের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ এপি বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণ সূত্র জানায়, উন্নয়ন সংঘ কর্তৃক এরিয়া প্রোগ্রামটি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বাস্তবায়ন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩৯টি গ্রামে ২৩ হাজার ২৮২ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছে। কর্মসূচির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রমের মধ্যে জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশীপ অন্যতম। এরমধ্যে আবার খানা জরিপ, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে হংকং ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

জামালপুরে এপির উদ্যোগে শাক-সবজির বীজ বিতরণ

আপডেট সময় ০৬:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
জামালপুরে এপির আওতায় বাড়ির আঙ্গিনায় সবজি বাগান তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: অপুষ্টিজনিত কারণে রোগব্যধির ঝুঁকি নিরসনের লক্ষ্যে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ২৭ জানুয়ারি কর্মএলাকায় পরিবার ভিত্তিক বাড়ির আঙ্গিনায় শাক-সবজির বাগান করার জন্য হতদরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেছে উন্নয়ন সংঘ।

জামালপুর সদর উপজেলার শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ইউনিয়ন পরিষদের সদস্য আশিকুর রহমান স্বপন, মুসলিম উদ্দিন, জয়রামপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রেজাউল রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সিডিও সাব্বির হোসেন রিয়াদ।

শরিফপুরে ৬০ পরিবারসহ একইদিন লক্ষ্মীরচর ইউনিয়নে ৬০ ও জামালপুর পৌরসভায় ৪০ পরিবারসহ মোট ১৬০টি পরিবারের মাঝে বীজ বিতরণ করা হয়।

উপকারভোগীদের সবজির বীজ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

এর আগে এপি কর্মএলাকায় মোট ১৬০ জনকে সবজি বাগান তৈরির কৌশল এবং অধিক উৎপাদনের জন্য আধুনিক চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। ডাটা, পুঁই, কলমী শাক, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া ও চাল কুমড়ার বীজ এবং ফসল রক্ষায় প্রত্যেক সদস্যকে বেড়া দেওয়ার জন্য নেট দেওয়া হয়।

শিশুদের মৌলিক চাহিদা পুরণের জন্যে খানার স্থায়ী আয়ের উৎসে সহযোগিতা, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা এবং অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে এরিয়া প্রোগ্রাম (এপি) নামে ১০ বছর মেয়াদী কর্মসূচি। জামালপুরের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ এপি বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণ সূত্র জানায়, উন্নয়ন সংঘ কর্তৃক এরিয়া প্রোগ্রামটি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বাস্তবায়ন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩৯টি গ্রামে ২৩ হাজার ২৮২ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছে। কর্মসূচির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রমের মধ্যে জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশীপ অন্যতম। এরমধ্যে আবার খানা জরিপ, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে হংকং ।