জামালপুরে কাপ আনামুরের সহায়তায় হিজড়াদের মাঝে উন্নয়ন সংঘের কম্বল বিতরণ

জামালপুরে কাপ আনামুরের সহায়তায় হিজড়াদের মাঝে উন্নয়ন সংঘের কম্বল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: শীতের কষ্ট নিবারণে দরিদ্র হিজড়াদের মাঝে ২৬ জানুয়ারি কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন সংঘ। জার্মানভিত্তিক সেবাধর্মী প্রতিষ্ঠান কাপ আনামুর এর অনুদানে কম্বল বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

উন্নয়ন সংঘ চাইল্ড সিটি প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

এর আগে কাপ আনামুরের সহায়তায় উন্নয়ন সংঘের কর্ম এলাকা জামালপুর ও শেরপুর জেলায় প্রতিবন্ধী ও দরিদ্র ২৫০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৬ জানুয়ারি ৫০ জন হিজড়া সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে শীতার্ত হিজড়াদের মাঝে তৃপ্তির হাসি পরিলক্ষিত হয়। তারা কাপ আনামুর এবং উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ উন্নয়ন সংঘ দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর সহায়তায় জামালপুর জেলায় বসবাসরত হিজড়াদের জীবনমান উন্নয়ন তথা আর্থ-সামাজিক উন্নয়নে ২০২১ সাল থেকে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।