ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বরেণ্য সাংবাদিক আমানুল্লাহ কবীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত ২০ জানুয়ারি ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন ভারতে ১২ মাওবাদীকে হত্যা প্রায় ২৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস ১৮ জানুয়ারি শুরু নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম দিন মাঠে নামছে বাংলাদেশ সরিষাবাড়ীতে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে ইলেকট্রিক মিস্ত্রিকে হত্যা, আটক ২ মাদারগঞ্জে সাব রেজিস্টার অফিসসহ কয়েকটি অফিসের ওয়েবসাইটে বহাল শেখ হাসিনার ছবি মাদারগঞ্জে যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম শুরু

লাকপতির হাত ধরে স্বাধীনতার পর ধানুয়া কামালপুরে চেয়ারম্যান পদে প্রথম জয় পেল আওয়ামী লীগ

মশিউর রহমান লাকপতি

মশিউর রহমান লাকপতি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাধীনতার ৫০ বছর পর চেয়ারম্যান পদে জয় পেয়েছে আওয়ামী লীগ।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রথমবারের মত জয়ের মুখ দেখলো ইউনিয়ন আওয়ামী লীগ। ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মশিউর রহমান লাকপতি নৌকা প্রতীক নিয়ে সেই জয় নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ছিল মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর। এই ইউনিয়নকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হলেও স্বাধীনতার ৫০ বছরেও কোন নির্বাচনে জয় পান নি স্থানীয় আওয়ামী লীগ। দলের ভেতর কোন্দল, নেতৃত্বের অভাব, শক্তিশালী প্রার্থী না থাকা সহ বিভিন্ন কারণে এই ইউনিয়নে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিতরা পেরে উঠতে পারেন নি। অবশেষে জয় ধরা দিয়েছে যুবলীগ নেতা মশিউর রহমান লাকপতির হাত ধরে।

এই ইউনিয়নে মুসলিম লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থীরা বার বার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেও জয় অধরা থেকেছে আওয়ামী লীগের। সর্বশেষ ধানুয়া কামালপুর ইউনিয়নে টানা তিনবার নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল। এর আগে বিএনপির মজিবর রহমান, জাতীয় পার্টির ভূমিহীন গোলাম মোস্তফাসহ অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হন।

তবে কোন দিনও চেয়ারম্যান পদটি দখলে নিতে পারেন নি ইউনিয়ন আওয়ামী লীগের কোন নেতা। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান জুবায়ের হিটলার বার বার নির্বাচন করেও জয়ের স্বাদ পান নি। অবশেষে সেই জয় এনে দেন বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। তিনি বর্তমান সভাপতি হাসান জুবায়ের হিটলারের ছোট ভাই। বয়সে তরুণ মশিউর রহমান লাকপতি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন চাইলে দল তাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গত ৫ জানুয়ারি নির্বাচনে বাজিমাত করে দেন তিনি।

ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীকে সাথে নিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে জয়ের মালা নিজের গলায় পরাতে সক্ষম হন মশিউর রহমান লাকপতি। দলের ভেতর কোন্দল থাকলেও তার বেলায় ছিল সকলের এক সুর। তাই সবার প্রচেষ্টার ফসল হিসেবে প্রথম বারের মত ধানুয়া কামালপুর ইউনিয়নে জয় নিশ্চিত হয় আওয়ামী লীগের। এই জয়ের পর স্বস্তি ফিরেছে ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীর মধ্যে।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, দল আমাকে নৌকা প্রতীক দিয়েছিল তাই আমি জনগণকে আমার ওপর আস্থা রাখতে বলেছিলাম। জনগণ সবকিছু বিবেচনা করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। তবে যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবো।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন জানান, নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও প্রার্থীর বিরামহীন প্রচারণার কারণে স্বাধীনতার পর এই প্রথম ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। দলমত নির্বিশেষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা মানুষকে পৌঁছে দেওয়ায় মানুষ ভালমন্দ করে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করেছেন। এই জয়ের মাধ্যমে জনগণের ইচ্ছার যেমন প্রতিফলন ঘটেছে তেমনি দলের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লাকপতির হাত ধরে স্বাধীনতার পর ধানুয়া কামালপুরে চেয়ারম্যান পদে প্রথম জয় পেল আওয়ামী লীগ

আপডেট সময় ০৩:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
মশিউর রহমান লাকপতি

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বাধীনতার ৫০ বছর পর চেয়ারম্যান পদে জয় পেয়েছে আওয়ামী লীগ।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রথমবারের মত জয়ের মুখ দেখলো ইউনিয়ন আওয়ামী লীগ। ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মশিউর রহমান লাকপতি নৌকা প্রতীক নিয়ে সেই জয় নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ছিল মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর। এই ইউনিয়নকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হলেও স্বাধীনতার ৫০ বছরেও কোন নির্বাচনে জয় পান নি স্থানীয় আওয়ামী লীগ। দলের ভেতর কোন্দল, নেতৃত্বের অভাব, শক্তিশালী প্রার্থী না থাকা সহ বিভিন্ন কারণে এই ইউনিয়নে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিতরা পেরে উঠতে পারেন নি। অবশেষে জয় ধরা দিয়েছে যুবলীগ নেতা মশিউর রহমান লাকপতির হাত ধরে।

এই ইউনিয়নে মুসলিম লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থীরা বার বার চেয়ারম্যান পদে নির্বাচিত হলেও জয় অধরা থেকেছে আওয়ামী লীগের। সর্বশেষ ধানুয়া কামালপুর ইউনিয়নে টানা তিনবার নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল। এর আগে বিএনপির মজিবর রহমান, জাতীয় পার্টির ভূমিহীন গোলাম মোস্তফাসহ অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হন।

তবে কোন দিনও চেয়ারম্যান পদটি দখলে নিতে পারেন নি ইউনিয়ন আওয়ামী লীগের কোন নেতা। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান জুবায়ের হিটলার বার বার নির্বাচন করেও জয়ের স্বাদ পান নি। অবশেষে সেই জয় এনে দেন বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। তিনি বর্তমান সভাপতি হাসান জুবায়ের হিটলারের ছোট ভাই। বয়সে তরুণ মশিউর রহমান লাকপতি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন চাইলে দল তাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গত ৫ জানুয়ারি নির্বাচনে বাজিমাত করে দেন তিনি।

ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীকে সাথে নিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে জয়ের মালা নিজের গলায় পরাতে সক্ষম হন মশিউর রহমান লাকপতি। দলের ভেতর কোন্দল থাকলেও তার বেলায় ছিল সকলের এক সুর। তাই সবার প্রচেষ্টার ফসল হিসেবে প্রথম বারের মত ধানুয়া কামালপুর ইউনিয়নে জয় নিশ্চিত হয় আওয়ামী লীগের। এই জয়ের পর স্বস্তি ফিরেছে ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীর মধ্যে।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, দল আমাকে নৌকা প্রতীক দিয়েছিল তাই আমি জনগণকে আমার ওপর আস্থা রাখতে বলেছিলাম। জনগণ সবকিছু বিবেচনা করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। তবে যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবো।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন জানান, নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও প্রার্থীর বিরামহীন প্রচারণার কারণে স্বাধীনতার পর এই প্রথম ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। দলমত নির্বিশেষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা মানুষকে পৌঁছে দেওয়ায় মানুষ ভালমন্দ করে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করেছেন। এই জয়ের মাধ্যমে জনগণের ইচ্ছার যেমন প্রতিফলন ঘটেছে তেমনি দলের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পেয়েছে।