![](http://banglarchithi.com/wp-content/uploads/2022/01/daktarbari-mosjid2.jpg)
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামে দৃষ্টিনন্দন ডাক্তার বাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
![](http://banglarchithi.com/wp-content/uploads/2022/01/daktarbari-mosjid.jpg)
৭ জানুয়ারি জুমা নামাজের আগে জামে মসজিদটি উদ্বোধন করা হয়। যুগ্ম সচিব ডা. শহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের উপ সচিব ড. মো. শহীদ আতাহার হোসেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামান আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল ছালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেক, অধ্যক্ষ আবু জামান চৌধুরী চার্লেস, বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল, চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রাশেদ মোশাররফ রূপকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৃষ্টিনন্দন মসজিদটি চার মিনার, আটটি গম্বুজসহ ৭২ ফুট দৈর্ঘ্য, ৪০ ফুট প্রস্থ, প্রধান গম্বুজ ৭০ ফুট, ২০ ফুট তিনটি, ৮টি ১০ ফুট সৌন্দর্যের সুন্দর হয়েছে।