জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবীদের তালিকায় স্থান পেয়েছেন জামালপুরের বকশীগঞ্জের ব্যারিস্টার ছামির সাত্তার।
৩০ ডিসেম্বর সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) বিষয়ে প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে প্রত্যেক সদস্য স্বতন্ত্র মতামত তুলে ধরেন। ওই সভায় ১৭৭ জন বিজ্ঞ আইনজীবীকে আপীল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাদের তালিকা প্রকাশ করা হয়।
১৭৭ জন তালিকাভুক্ত আইনজীবীর মধ্যে বকশীগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার ছামির সাত্তার রয়েছেন। তার সিরিয়াল নম্বর ১৩৭।
এদিকে আপীল বিভাগের অ্যাডভোকেটের তালিকায় সাবেক মন্ত্রী এম এ ছাত্তারের একমাত্র ছেলে ব্যারিস্টার ছামির সাত্তারের নাম স্থান পাওয়ায় বকশীগঞ্জ উপজেলায় খুশির আমেজ বিরাজ করছে।