ভাটারা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভাটারা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন তালুকদার খসরু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শাহাজাদা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ যোয়ার্দার, পৌর মেয়র মনির উদ্দিন, ভাটারা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, ওই কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে প্রধান অতিথি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদেরকে একে একে পরিচয় করিয়ে দেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

sarkar furniture Ad
Green House Ad