
মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে তথ্য কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ঢাকার তথ্য কমিশনের তথ্য কমিশনার সুরাইয়া বেগম (এনডিসি)।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া জামান রত্নার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক দিলরুবা আহমেদ ও জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদ সচিবগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, তথ্য কমিশনের সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেন।
কর্মশালায় তথ্য অধিকার আইন, তথ্য সংরক্ষণ, তথ্য লাভের অধিকারসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।