দেওয়ানগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক পরিবারদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ঋণ বিতরণ করা হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক নিম্নআয়ধারী ৪৩ জনের মাঝে ১৩ লাখ টাকা বিতরণ করা হয়। ঋণ বিতরণ করেন জেলা সমাজসেবা উপপরিচালক রাজু আহাম্মেদ, জেলা সমাজসেবা সহকারী পরিচালক আবু ইলিয়াস মুল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, ফ্লিট সুপার ভাইজার কামরুল ইসলাম।