
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযানের অংশ হিসাবে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ বিংগস প্রজেক্ট এর উদ্যোগে ৯ ডিসেম্বর হাতিভাঙ্গা এ বি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে শেখ রাসেল দল ও শেখ কামাল দল। শেখ কামাল দল ৪-০ গোলের ব্যাবধানে বিজয়ী হয়।

ফুটবল ম্যাচে মো. মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিভাঙ্গা এ বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিংগস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার এন্টনি বারিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এগ্রিকাল্চার স্পেশালিস্ট জহুরুল হক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিংগস প্রজেক্টের হিমালয় জোসেফ মৃ। সঞ্চালনায় ছিলেন উন্নয়ন সংঘের বিংগস প্রজেক্টের দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতা দল, রেফারি এবং লাইন্সম্যানদের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন।