নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ মোকাবেলায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহায়তায় উন্নয়ন সংঘ ৭ ডিসেম্বর জামালপুরে ছাত্র, ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, এসএমসির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্র, ছাত্রী।
মোট দুই হাজার মাস্ক বিতরণ করা হবে। ৭ ডিসেম্বর তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অতিথিরা করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি, মাস্ক ব্যবহারের নিয়মাবলী, পাঠচর্চাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অতিথিরা এমএসএফ ও উন্নয়ন সংঘের প্রতি সন্তোষ প্রকাশ করেন।