সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে জাতীয় পতাকা র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটির নেতৃত্ব দেন ১২ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমরোজ খালেদ।
ইমরোজ খালেদ জানান, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় পতাকা র্যালি ছাড়াও আরও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।
র্যালিতে ব্যাটালিয়নের বিভিন্ন পদ মর্যাদার ৫০ জন কর্মকর্তা ও আনসার সদস্যরা জাতীয় পতাকা হাতে পঞ্চাশ মিনিট সময় নিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।