ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকেই এই মুহূর্তে দরকার : বিএনপিনেতা শামীম আহমেদ জামালপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ আক্তারুজ্জামান আউয়ালের দাফন সম্পন্ন শেরপুরে বিএনপির মিছিল সমাবেশ মাঠ পর্যায়ে শিক্ষা ছাড়া প্রকৃতিকে বোঝা সম্ভব নয় : মিজানুর রহমান ভূঁইয়া খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি : আওয়ামী লীগনেতা জলিলের বিরুদ্ধে থানায় অভিযোগ নতুন করে বাংলাদেশকে কিভাবে সাজাব সেইটা পরিকল্পনা করছি : শেখ রফিকুল ইসলাম বাবলু প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মরণব্যাধি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়েতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্ব বাতিল হয়ে যাওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।

র‌্যাংকিং সুবিধায় পরের বিশ্বকাপে খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও।

জিম্বাবুয়ে চলছিলো বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। হঠাৎ করেই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশে। বাছাই পর্ব খেলা শ্রীলংকার টিম সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হয়। ফলশ্রুতিতে বাছাই পর্ব বাতিলের সিদ্বান্ত নেয় আইসিসি।

আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় দেশটিতে ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা বেশ কিছু সিদ্বান্ত নিয়েছি। র‌্যাংকিং বিচারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে।’

এর আগে দুইবার বাছাইপর্ব খেলে দু’বারই পঞ্চম হয় বাংলাদেশ। তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাদের। অবশেষে এবার ওয়ানডে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বিশ্বকাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

এবারের বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারায় বাংলাদেশ নারী দল। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।

২০২২ সালে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ গ্রহনকারী দশটি দলে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকেই এই মুহূর্তে দরকার : বিএনপিনেতা শামীম আহমেদ

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

আপডেট সময় ০৮:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মরণব্যাধি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়েতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাছাইপর্ব বাতিল হয়ে যাওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।

র‌্যাংকিং সুবিধায় পরের বিশ্বকাপে খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও।

জিম্বাবুয়ে চলছিলো বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। হঠাৎ করেই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশে। বাছাই পর্ব খেলা শ্রীলংকার টিম সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হয়। ফলশ্রুতিতে বাছাই পর্ব বাতিলের সিদ্বান্ত নেয় আইসিসি।

আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় দেশটিতে ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা বেশ কিছু সিদ্বান্ত নিয়েছি। র‌্যাংকিং বিচারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে।’

এর আগে দুইবার বাছাইপর্ব খেলে দু’বারই পঞ্চম হয় বাংলাদেশ। তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাদের। অবশেষে এবার ওয়ানডে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বিশ্বকাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

এবারের বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারায় বাংলাদেশ নারী দল। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।

২০২২ সালে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ গ্রহনকারী দশটি দলে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।