
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের আয়োজনে কমিউমিটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএনএফপিএ সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খানের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউএনএফপিএ প্রকল্প প্রধান রোমানা পারভীন, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, পৌর কাউন্সিলর আক্কাছ আলী, মহিলা কাউন্সির সেলিনা আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- ইউএনএফ পিএ জেলা প্রতিনিধি আসাদ খান, প্রকল্পের এসএস অ্যাসোসিয়েন নাহিদ ফারহান হৃদয়, পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান, চুকাইবাড়ী ইউপি সদস্যসহ স্থানীয় সচেতন মহল।