নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: নারী পুরেুষের সমতা, ন্যায্যতা এবং প্রতিটি ইতিবাচক কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিবার ও সমাজে স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে ‘ম্যানকেয়ার এপ্রোচ’ বিষয়ে জামালপুরের ইসলামপুরে সরকারি, বেসরকারি সংস্থাসমুহের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম।
পাথর্শী ইউনিয়ন পরিষদের ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন, উন্নয়ন সংঘের বাজার বিষয়ক কর্মকর্তা রবিউল আওয়াল, আব্দুস সামাদ, শিক্ষক রেহান আলী, কাজী মো. মোসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জেন্ডার বিষয়ক কর্মকর্তা মনোয়ারা পারভীন। সভায় ২৫ জন প্রতিনিধি অংশ নেন। একই বিষয়ের ওপর নোয়ারপাড়া ইউনিয়নে ১৫ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়।
সভা সূত্র জানায়, সন্তান লালন পালন, গৃহস্থালীয় কাজে পুরুষের সক্রিয় অংশগ্রহণ, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীকে সম্পৃক্ত করা, পারিবারিক পর্যায়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা, নারী ও কন্যা শিশুর পুষ্টিকর খাবার নিশ্চিত করাসহ নারী পুরুষের সমতা বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ, অস্ট্রেলিয়া এইডের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় নিউট্রিশন সেনসেটিভ ভ্যেলু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।