
মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় শেখ রাসেল দিবস উপলক্ষে মেলান্দহ পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বিকাল ৩টায় পৌরসভা প্রাঙ্গণে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ১ নম্বর প্যানেল মেয়র মুসাব্বির হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, প্রধান সহকারী ও কর্মচারী সংসদের সভাপতি আলমগীর হোসাইন প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন হিসাবরক্ষক মাসুদুর রাহমান শামীম ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম।
এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।