ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু আগামী ভবিষ্যৎ হবে কমপিটিশনের ভবিষ্যত : জেলা প্রশাসক হাছিনা বেগম ইসলামপুরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ মেলান্দহে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ মাদারগঞ্জে শীতবস্ত্র পেল তিন শতাধিক শীতার্ত মানুষ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির মিছিল, পথসভা অনুষ্ঠিত চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক এম সুলতান আলম মৃত্যুপথযাত্রী বামুনপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

মাছ চাষে বিপ্লব ঘটাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বশেফমুবিপ্রবি’র ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বশেফমুবিপ্রবি’র ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের মত জামালপুরেও মাছ চাষের বিপ্লব ঘটবে। আর সেই বিপ্লবের নেতৃত্ব দেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগ। নদীতে খাঁচায় মাছচাষ সম্প্রসারণ, জেলার ঘাটতি পূরণের পাশাপাশি গুণগত ও নিরাপদ মাছ উৎপাদন, নতুন নতুন মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবন করে চরাঞ্চলের জীবনমান উন্নয়নে নেতৃত্ব দেবে বলে আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান।

১০ অক্টোবর দুপুর ২টায় জেলা মৎস্য ভবন সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ সাদীকুর রহমান (ইমন) জেলার মাছ উৎপাদনের ঘাটতি পূরণের পাশাপাশি চরাঞ্চলের জীবনমান উন্নয়নে মৎস্য দপ্তরকে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের গবেষণাসহ অন্যান্য কার্যক্রমে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট ’ কোর্সের অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজনে বিশেষ সহায়তা করায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ,রেজিস্টার খন্দকার হামিদুর রহমানকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রভাষক মো. ফখরুল ইসলাম চৌধুরী সুমন, জামালপুর জেলা মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক কৃষিবিদ মুখলেসুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় জেলার মাছ উৎপাদনের ঘাটতি পূরণ, শুষ্ক মৌসুমে পুকুরে পানির সমস্যা নিরসন, বন্যা কবলিত এলকায় মাছ চাষে করণীয়, বিল নার্সারি স্থাপন, চরাঞ্চলে মাছ চাষ সম্প্রসারণ, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, খাদ্য ও পোনার গুণগত মান ও দাম নিয়ন্ত্রণ, যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীতে খাঁচায় মাছচাষে সম্ভাবনা ও সমস্যা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।

এরপর জেলা মৎস্য বীজ উৎপাদন খামার এবং জহুরুল মৎস্য খামার পরিদর্শন ও প্রশিক্ষণ গ্রহণ করে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী প্রেসক্লাব নির্বাচন : সভাপতি ইব্রাহীম, জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

মাছ চাষে বিপ্লব ঘটাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০২:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
বশেফমুবিপ্রবি’র ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের মত জামালপুরেও মাছ চাষের বিপ্লব ঘটবে। আর সেই বিপ্লবের নেতৃত্ব দেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগ। নদীতে খাঁচায় মাছচাষ সম্প্রসারণ, জেলার ঘাটতি পূরণের পাশাপাশি গুণগত ও নিরাপদ মাছ উৎপাদন, নতুন নতুন মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবন করে চরাঞ্চলের জীবনমান উন্নয়নে নেতৃত্ব দেবে বলে আশাবাদী জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান।

১০ অক্টোবর দুপুর ২টায় জেলা মৎস্য ভবন সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ সাদীকুর রহমান (ইমন) জেলার মাছ উৎপাদনের ঘাটতি পূরণের পাশাপাশি চরাঞ্চলের জীবনমান উন্নয়নে মৎস্য দপ্তরকে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের গবেষণাসহ অন্যান্য কার্যক্রমে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট ’ কোর্সের অভিজ্ঞতা বিনিময় সফর আয়োজনে বিশেষ সহায়তা করায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ,রেজিস্টার খন্দকার হামিদুর রহমানকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রভাষক মো. ফখরুল ইসলাম চৌধুরী সুমন, জামালপুর জেলা মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক কৃষিবিদ মুখলেসুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় জেলার মাছ উৎপাদনের ঘাটতি পূরণ, শুষ্ক মৌসুমে পুকুরে পানির সমস্যা নিরসন, বন্যা কবলিত এলকায় মাছ চাষে করণীয়, বিল নার্সারি স্থাপন, চরাঞ্চলে মাছ চাষ সম্প্রসারণ, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, খাদ্য ও পোনার গুণগত মান ও দাম নিয়ন্ত্রণ, যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীতে খাঁচায় মাছচাষে সম্ভাবনা ও সমস্যা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।

এরপর জেলা মৎস্য বীজ উৎপাদন খামার এবং জহুরুল মৎস্য খামার পরিদর্শন ও প্রশিক্ষণ গ্রহণ করে ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।