বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রথম প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর মারা গেছেন। তিনি ৯ অক্টোবর প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হযেছিল ৮৮ বছর। খবর এএফপির।
‘প্রেসিডেন্ট আবোলহাসান বনিসদর দীর্ঘ অসুস্থতার পর ৯ অক্টোবর প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।’ দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।