পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজনে করে পিংনা ইউনিয়ন আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান আলী নায়েবের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঈশা আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, সাংগঠনিক সম্পাদক সামছুল হক সুমু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাবুল, প্রচার সম্পাদক আব্দুল মালেক দুলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুজাত আলী সুরু, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আনিছুর রহমান আনিছ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুবলীগ নেতা মিশু রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।