জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, তরুণ সমাজসেবক ব্যারিস্টার সামীর ছাত্তারের উদ্যোগে প্রতিবারের মত এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।
১৫ আগস্ট দুপুরে তার ধুমালীপাড়া নিজ বাসভবনে দুস্থ, এতিম শিশু ও অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়। একই সাথে ১৫ আগস্টে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ব্যারিস্টার সামির ছাত্তারের প্রতিনিধি ব্যবসায়ী খোকন আকন্দ, বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান সুজন, জিসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।